শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন
মনিরামপুর প্রতিনিধী,মামুন হোসেনঃ
বিগত কয়েক বছরের মধ্যে এবারের রমযানে কাঁচা বাজারে স্বস্তি।
প্রত্যেক বছরের মতো এবারো রমযানে অধিক লাভের আশায় বড় ব্যাবসায়ীরা সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু অন্তর্বর্তী সরকারের কঠোর নজরদারিতে সিন্ডিকেট কারবারিদের পরিকল্পনা ভেস্তে যায়। নজরদারিতে পাইকারি বাজার এতে খুচরা বাজারে দাম কমেছে।এতে করে নাগালের মধ্যে কাঁচা বাজার স্বস্তিতে ক্রেতারা।
সবজির দাম নিয়ে এবার ক্রেতার কোনো অভিযোগ নেই। বিগত রমযানে যশোরে বেগুন ১৮০ থেকে ১৫০ টাকা কেজি দরে খুচরা বিক্রি হলেও এবার মাত্র ৩০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়। এ ছাড়া প্রতি কেজি প্রতি কেজি শসা ৩০,মিষ্টি কুমড়া প্রতি কেজি ৩০, আলু প্রতি কেজি ২০, লাউ প্রতিপিস ২০ থেকে ৩০, কাঁচকলা ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়াও বাজারে কাঁচা মরিচ প্রতি কেজি ৪০, পেঁয়াজ প্রতি কেজি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। সরেজমিনে ১৫ই রমযান রবিবার সকালে মণিরামপুর খুচরা কাঁচা বাজার ঘুরে দেখা যায় বিগত কয়েক বছরের মধ্যে এবারের রমযানে কাঁচা বাজারে স্বস্তি। কয়েক জন ক্রেতাদের সাথে কথা হলে তাঁরা জানান আগের থেকে কাঁচা বাজারে তরকারি শাক সবজি ও আলু কাঁচা মরিচ ঝাল পেঁয়াজের দাম নাগালের মধ্যে থাকায় পরিবারের সদস্যরা যে তরকারি খেতে চায় সেটা কিনতে পারছি।এতে করে আমরা খুশি এবারের ররমযানে কাঁচা বাজারে স্বস্তি, আমাদের কোন অভিযোগ নেই।