বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্কবৃদ্ধি, ভারত-পাকিস্তানের চেয়েও বেশি | যশোর জার্নাল অভয়নগরে ঈদ মেলায় ফুচকা খেয়ে অসুস্থতা: দোকানি গ্রেফতার | যশোর জার্নাল সাংবাদিক সাগর-রুনি হত্যা: বিচারের অপেক্ষায় এক যুগ | যশোর জার্নাল নরসিংদীতে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে হত্যা | যশোর জার্নাল যশোরে ঈদের দিন সংঘর্ষে যুবক নিহত, আহত চারজন | যশোর জার্নাল যশোরে যুবকের লাশ উদ্ধার: পাশে মোটরসাইকেল ও কাঠের টুকরা |যশোর জার্নাল যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার | যশোর জার্নাল সড়কে দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে ইফতার করলেন পুলিশ সুপার যশোর | যশোর জার্নাল যশোরে শিশু অপহরণের মূলহোতা আটক, মুক্তিপণের টাকা উদ্ধার | যশোর জার্নাল নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ উপহার দিলেন যশোর জেলা পুলিশ | যশোর জার্নাল

বাংলাদেশে সকল পর্ন সাইট বন্ধ: সরকারের কঠোর পদক্ষেপ | যশোর জার্নাল

নিজস্ব প্রতিবেদক | যশোর জার্নাল

ঢাকা, ১৪ মার্চ ২০২৫: বাংলাদেশ সরকার দেশজুড়ে পর্নোগ্রাফি বন্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) এবং মোবাইল অপারেটরদের মাধ্যমে পর্নোগ্রাফি সংক্রান্ত সকল ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে।

সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী [অমুক ব্যক্তি] এক বিবৃতিতে বলেন, “ইন্টারনেটে অশ্লীল কন্টেন্ট প্রবেশাধিকার রোধ করতে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নিচ্ছি। তরুণ সমাজের নৈতিক অবক্ষয় রোধ এবং সুস্থ বিনোদন নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সম্প্রতি দেশের সব আইএসপিকে কড়া নির্দেশ দিয়েছে, যাতে পর্নোগ্রাফি সংশ্লিষ্ট সব ওয়েবসাইট ও অ্যাপ অবিলম্বে ব্লক করা হয়। বিটিআরসির চেয়ারম্যান [অমুক ব্যক্তি] জানান, “এখন পর্যন্ত প্রায় [সংখ্যা] পর্ন ওয়েবসাইট ও অ্যাপ বন্ধ করা হয়েছে, এবং নজরদারি আরও বাড়ানো হবে।”

জনসাধারণের প্রতিক্রিয়া

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেক অভিভাবক ও সমাজকর্মী। তারা বলছেন, অনলাইন আসক্তি ও নৈতিক অবক্ষয় রোধে এটি একটি ইতিবাচক পদক্ষেপ। তবে তরুণদের একাংশ এই নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন, কারণ ভিপিএন (VPN) ব্যবহার করে এখনো কিছু মানুষ এই কন্টেন্টগুলোতে প্রবেশের সুযোগ পাচ্ছে।

আইন প্রয়োগ ও ভবিষ্যৎ পরিকল্পনা

সরকারি সূত্র জানায়, কেবল ওয়েবসাইট বন্ধ নয়, পর্নোগ্রাফি উৎপাদন ও প্রচারে যারা জড়িত, তাদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ইন্টারনেটে নিরাপদ ও শিক্ষামূলক কন্টেন্ট নিশ্চিত করতে বিশেষ মনিটরিং টিম গঠন করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ সরকার ২০১৮ সালেও অনলাইনে পর্নোগ্রাফি বন্ধের উদ্যোগ নিয়েছিল। তবে প্রযুক্তিগত চ্যালেঞ্জ ও বিকল্প উপায়ে প্রবেশের সুযোগ থাকায় তখন এটি পুরোপুরি সফল হয়নি। এবার সরকার আরও কঠোর নজরদারি ও প্রযুক্তির সহায়তায় এই নিষেধাজ্ঞা কার্যকর করতে দৃঢ় প্রতিজ্ঞ।

আপনার মতামত জানাতে কমেন্ট করুন অথবা আমাদের ফেসবুক পেজে যুক্ত হন।

— Jashore Journal প্রতিবেদন

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত