শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১০:০২ অপরাহ্ন
যশোর জার্নাল | আন্তর্জাতিক ডেস্কঃ
বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৩৭ শতাংশ নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র, যা ভারতের তুলনায় ১১ শতাংশ ও পাকিস্তানের তুলনায় ৮ শতাংশ বেশি। নতুন বাণিজ্য নীতির অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ শুল্ক বৃদ্ধির ঘোষণা দেন। এতদিন বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ শুল্ক ছিল।
বুধবার (২ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৪টায় হোয়াইট হাউসে এক সাংবাদিক সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন,
“বহু বছর ধরে আমাদের দেশকে বিভিন্ন রাষ্ট্র অর্থনৈতিকভাবে শোষণ করেছে। এখন সময় এসেছে নিজেদের স্বার্থ রক্ষার।”
তিনি দিনটিকে ‘অর্থনৈতিক স্বাধীনতা দিবস’ বলে আখ্যা দেন এবং আমদানি শুল্ক পুনর্নির্ধারণের ঘোষণা দেন।
যুক্তরাষ্ট্রে প্রতি বছর বাংলাদেশ ৮.৪ বিলিয়ন (৮৪০ কোটি) মার্কিন ডলারের পণ্য রপ্তানি করে, যার সিংহভাগই তৈরি পোশাক। গত বছর বাংলাদেশ ৭.৩৪ বিলিয়ন (৭৩৪ কোটি) ডলারের পোশাক রপ্তানি করেছিল মার্কিন বাজারে।
যুক্তরাষ্ট্র এবার শুধুমাত্র বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশের ওপরও আমদানি শুল্ক বাড়িয়েছে। কয়েকটি দেশের শুল্কহার নিচে তুলে ধরা হলো—
এছাড়াও বিদেশি গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র।
বিশ্লেষকদের মতে, নতুন এই শুল্কনীতির ফলে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের প্রতিযোগিতা বাড়বে এবং মার্কিন বাজারে রপ্তানিতে প্রভাব পড়তে পারে।