বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার (বিজয় মাহমুদ)যশোর:
যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার সামগ্রী নিহত পুলিশ সদস্যদের পরিবারের কাছে তুলে দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার সামগ্রী প্রদান করেন পুলিশ সুপার (রওনক জাহান)।
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেলের পক্ষ থেকে ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা সামগ্রী হস্তান্তর করা হয়েছে।
এ সময় পুলিশ সুপার (রওনক জাহান) নিহত পুলিশ সদস্যদের পরিবারের খোঁজ-খবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, “বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য দেশ ও জনগণের সুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বীর সদস্যদের পরিবারের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে, যা আমরা সর্বদা পালন করবো।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব (নূর-ই-আলম সিদ্দিকী) অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব (রুহুল আমিন) সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।