বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন
নিউজ ডেস্কঃ
নরসিংদীর পলাশ উপজেলায় গণপিটুনির প্রতিবাদ করতে গিয়ে দুই ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত ৮টার দিকে পলাশ উপজেলার ভাগদী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন করতেতৈল গ্রামের আশরাফ উদ্দিনের দুই ছেলে—সাকিব মিয়া (২০) ও রাকিব মিয়া (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে করতেতৈল এলাকার এক যুবক, হিমেলকে চোর সন্দেহে পাশের ভাগদী এলাকার কিছু লোক গণপিটুনি দেয়। এই ঘটনার প্রতিবাদ জানাতে রাকিব ও সাকিবসহ কয়েকজন ভাগদী এলাকায় গেলে তর্কবিতর্কের একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় সাকিব ও রাকিব মারাত্মক আহত হন।
গুরুতর আহত অবস্থায় পুলিশ ও স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক সুদীপ কুমার সাহা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই সাকিব মারা যান। আর রাকিবকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে তাঁরও মৃত্যু হয়। তিনি আরও জানান, সাকিবের মাথা ও শরীরে গুরুতর আঘাতের চিহ্ন ছিল, আর রাকিবের বুকের পাজর ভাঙা ছিল।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।