শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন
যশোরের ঝিকরগাছা উপজেলায় মোবারক আলী (৭৫) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (১৬ মার্চ) ভোরে উপজেলার গৌরসুটি গ্রামে নিজ বাড়ির পেছনে একটি গাছের ডালে ফাঁস লাগিয়ে তিনি এই মর্মান্তিক পথ বেছে নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোবারক আলী দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। পরিবারের সদস্যদের অগোচরে তিনি আত্মহননের সিদ্ধান্ত নেন। পরে বিষয়টি জানাজানি হলে তার স্বজনরা দ্রুত ঝিকরগাছা থানা পুলিশকে খবর দেন।
পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে এসআই (নি.) মহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে হচ্ছে। তবে আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের মতে, দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা ও হতাশা থেকে মোবারক আলী এ সিদ্ধান্ত নিতে পারেন। তবে তার পরিবারের সদস্যরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
বিশেষজ্ঞদের মতে, সমাজে মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং বয়স্কদের প্রতি আরও যত্নশীল মনোভাব গড়ে তোলা জরুরি, যাতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়।