যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে চার যুবককে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে গদখালী ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের একটি লিচু বাগানে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তরুণী জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান সংজ্ঞিয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। পাশাপাশি মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে সন্ধ্যায় অভিযুক্ত চারজনকে আটক করা হয়।
আটকরা হলেন—পটুয়াপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে ইয়াসিন আরাফাত (২২), জাকির হোসেনের ছেলে জাবেদ হোসেন (২৮), শরিফুল ইসলামের ছেলে মামুন হোসেন বাপ্পি (২১) ও উজ্জল হোসেনের ছেলে আমিনুর রহমান (২০)।
ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের রাজগঞ্জ গ্রামের টুকু মিয়ার মেয়ে সুমাইয়া খাতুন (১৯) বেনাপোল খালাবাড়ি থেকে ফেরার পথে গদখালী বাজারে নামেন। সেখানে ফুলের দোকানদার আমিনুর রহমানের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে চার যুবকের সঙ্গে তার আলাপ হয়। এরপর তারা তাকে ফুলবাগান দেখানোর কথা বলে পটুয়াপাড়া গ্রামের একটি লিচু বাগানে নিয়ে যায়। পরে সেখানে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়।
এ ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নূর-ই-আলম সিদ্দিকী, নাভারণ (সার্কেল) এএসপি নিশাত আল নাহিয়ান ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু,
www.jashorejournal.com
ই-মেইলঃ jashorejournal@gmail.com
ফোনঃ +8809696070391
কপিরাইট © যশোর জার্নাল, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত