শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্কবৃদ্ধি, ভারত-পাকিস্তানের চেয়েও বেশি | যশোর জার্নাল অভয়নগরে ঈদ মেলায় ফুচকা খেয়ে অসুস্থতা: দোকানি গ্রেফতার | যশোর জার্নাল সাংবাদিক সাগর-রুনি হত্যা: বিচারের অপেক্ষায় এক যুগ | যশোর জার্নাল নরসিংদীতে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে হত্যা | যশোর জার্নাল যশোরে ঈদের দিন সংঘর্ষে যুবক নিহত, আহত চারজন | যশোর জার্নাল যশোরে যুবকের লাশ উদ্ধার: পাশে মোটরসাইকেল ও কাঠের টুকরা |যশোর জার্নাল যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার | যশোর জার্নাল সড়কে দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে ইফতার করলেন পুলিশ সুপার যশোর | যশোর জার্নাল যশোরে শিশু অপহরণের মূলহোতা আটক, মুক্তিপণের টাকা উদ্ধার | যশোর জার্নাল নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ উপহার দিলেন যশোর জেলা পুলিশ | যশোর জার্নাল

জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা কে জনতার ধাওয়া | যশোর জার্নাল

নিজস্ব প্রতিবেদকঃ

যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামে বিবদমান জায়গা দখল করতে গিয়ে আলোচিত ভূমিদস্যু ও যুবলীগ ক্যাডার আরজু মল্লিক বিপুল ও তার সহযোগীদের ধাওয়া দিয়েছে স্থানীয় জনতা।

এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে যশোর সদর কোতয়ালী মডেল থানায় ভূমিদস্যুত আরজু মল্লিক বিপুল ও শম্ভু নাথ মল্লিকের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৪/৫ নামে লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযোগ ও পরিবার সুত্রে জানা যায় বাদী উল্লেখ করেন শুক্রবার দুপুরে আলোচিত ভূমিদস্যু যুবলীগ ক্যাডার আরজু মল্লিক বিপুল ও শম্ভু নাথ মল্লিক সহ অজ্ঞাতনামা ৪/৫ জন সন্ত্রাসী জোর পুর্বক জায়গা দখল করতে আসে এসময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা বাধা দেয়। এসময় আরজু মল্লিক বিপুল ও সন্ত্রাসীরা আমির আলী নামে একজন দিনমজুর মারধর ও হুমকি ধামকি দিতে থাকলে স্থানীয় জনতা একতাবদ্ধ হয়ে ভূমিদস্যু আরজু মল্লিক বিপুল ও তার সহযোগীদের ধাওয়া দিলে দৌড়ে এলাকা থেকে পালিয়ে যায়। উল্লেখ্য এর আগেও একই জমি বিপুল ও তার সহযোগীরা দখল করতে আসলে দখলে বাধা দোওয়ায় জমির দাতা হিমেল কে পিটিয়ে হত্যা করে বিপুল ও তার সহযোগীরা সে মামলা ও চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত