শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামে বিবদমান জায়গা দখল করতে গিয়ে আলোচিত ভূমিদস্যু ও যুবলীগ ক্যাডার আরজু মল্লিক বিপুল ও তার সহযোগীদের ধাওয়া দিয়েছে স্থানীয় জনতা।
এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে যশোর সদর কোতয়ালী মডেল থানায় ভূমিদস্যুত আরজু মল্লিক বিপুল ও শম্ভু নাথ মল্লিকের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৪/৫ নামে লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগ ও পরিবার সুত্রে জানা যায় বাদী উল্লেখ করেন শুক্রবার দুপুরে আলোচিত ভূমিদস্যু যুবলীগ ক্যাডার আরজু মল্লিক বিপুল ও শম্ভু নাথ মল্লিক সহ অজ্ঞাতনামা ৪/৫ জন সন্ত্রাসী জোর পুর্বক জায়গা দখল করতে আসে এসময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা বাধা দেয়। এসময় আরজু মল্লিক বিপুল ও সন্ত্রাসীরা আমির আলী নামে একজন দিনমজুর মারধর ও হুমকি ধামকি দিতে থাকলে স্থানীয় জনতা একতাবদ্ধ হয়ে ভূমিদস্যু আরজু মল্লিক বিপুল ও তার সহযোগীদের ধাওয়া দিলে দৌড়ে এলাকা থেকে পালিয়ে যায়। উল্লেখ্য এর আগেও একই জমি বিপুল ও তার সহযোগীরা দখল করতে আসলে দখলে বাধা দোওয়ায় জমির দাতা হিমেল কে পিটিয়ে হত্যা করে বিপুল ও তার সহযোগীরা সে মামলা ও চলমান রয়েছে।