শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন
আসিফ সেতু, যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল সীমান্তে চোরাকারবারীদের ধাওয়া করার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে মোজাম্মেল হোসেন (৪০) নামে এক বিজিবি সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মোজাম্মেলের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরে।
এই ঘটনায় বিজিবির আরেক সদস্য, হাবিলদার দেলোয়ার হোসেন গুরুতর আহত হয়েছেন। তাকে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে বেনাপোলের পুটখালী সীমান্তের বারোপোতা সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। বিজিবি সূত্র জানায়, চোরাকারবারীদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবির একটি টহল দল তাদের ধাওয়া করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা খায়, এতে ঘটনাস্থলেই মোজাম্মেলের মৃত্যু হয়।
বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের অভিযান সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিয়মিত পরিচালিত হয়। নিহত বিজিবি সদস্যের মরদেহ যথাযথ আনুষ্ঠানিকতার পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।