বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্কবৃদ্ধি, ভারত-পাকিস্তানের চেয়েও বেশি | যশোর জার্নাল অভয়নগরে ঈদ মেলায় ফুচকা খেয়ে অসুস্থতা: দোকানি গ্রেফতার | যশোর জার্নাল সাংবাদিক সাগর-রুনি হত্যা: বিচারের অপেক্ষায় এক যুগ | যশোর জার্নাল নরসিংদীতে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে হত্যা | যশোর জার্নাল যশোরে ঈদের দিন সংঘর্ষে যুবক নিহত, আহত চারজন | যশোর জার্নাল যশোরে যুবকের লাশ উদ্ধার: পাশে মোটরসাইকেল ও কাঠের টুকরা |যশোর জার্নাল যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার | যশোর জার্নাল সড়কে দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে ইফতার করলেন পুলিশ সুপার যশোর | যশোর জার্নাল যশোরে শিশু অপহরণের মূলহোতা আটক, মুক্তিপণের টাকা উদ্ধার | যশোর জার্নাল নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ উপহার দিলেন যশোর জেলা পুলিশ | যশোর জার্নাল

গোপন তথ্য! ইমরান হাশমির সন্তানের মা সানি লিওয়ন

বিনোদন ডেস্ক||

ঘনিষ্ঠ দৃশ্যে ছবি করার জন্য ইমরান হাশমির নাম অন্যতম। কার্যত তাঁকে বলিউডের ‘কিস বয়’-ও বলা হয়। অন্যদিকে, পর্নস্টার সানি লিওন বলিউডে পা রাখার পর থেকেই তিনি ‘বেবি ডল’ হিসেবে পরিচিত হয়ে গিয়েছেন। ইমরান হাশমির নিজের একটি মেয়ে রয়েছে। সানি লিওনেরও দুই সন্তান।

ইমরান হাশমি ও সানি লিওনের একটি ২০ বছরের ছেলে রয়েছে। কিন্তু আপনার মনে নিশ্চয়ই এখন প্রশ্ন জাগছে যে, এদের মধ্যে তো কোনওদিন কোনও সম্পর্কের কথা আপনি শোনেননি। এরা বিয়ে করেছে এমনটাও আপনি শোনেননি।

তাহলে একটা ২০ বছরের ছেলে কোথা থেকে এল?ভাবছেন তো?

আসুন, এবার একটু বিষয়টা খুলেই বলা যাক। বাবাসাহেব ভীমরাও আম্বেদকার বিশ্ববিদ্যালয়ের অধীনে বিহারের মুজাফফরপুরের একটি কলেজে এক ২০ বছরের ছাত্র পড়াশোনা করে। যার বাবা ইমরান হাশমি নন। এমনকি মা সানি লিওনও নন। তা সত্ত্বেও ছেলেটির এডমিট কার্ডে বাবা ও মা হিসেবে যথাক্রমে ইমরান হাশমি এবং সানি লিওনের নাম নথিভুক্ত করা রয়েছে। ছাত্রটির এডমিট কার্ড প্রকাশ্যে আসতেই এই খবর শিরোনামে উঠে এসেছে।

কিন্তু এমন ঘটনা ঘটলো কীভাবে? এই প্রশ্নের উত্তরই এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খুঁজছ?

প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে যে, কেউ ইচ্ছাকৃতভাবে এই কাণ্ড ঘটিয়েছে। এমনকি ছাত্রটি নিজেও এই কুকর্মের সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে মুজাফফরপুর থানার পুলিশ। তবে এই খবর প্রকাশে আসতে ইমরান হাশমি কিংবা সানি লিওনের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়ায় কিন্তু পাওয়া যায়নি।

তথ্য সুত্রঃ ভারত বার্তা

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত