বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন
ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুর নিউজ ক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি সভার আয়োজন করা হয়। ৮ অক্টোবর সন্ধ্যায় কেশবপুর নিউজ ক্লাবের কার্যালয়ে ওই পরিচিতি সভার অনুষ্ঠিত হয়।
কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মোঃ আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য দেন এএসপি (মনিরামপুর সার্কেল,যশোর) আশেক সূজা মামুন। পরিচিতি সভায় উপস্থিত ছিলেন কেশবপুর নিউজ ক্লাবের সহ – সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক সরদার, খায়রুল আনাম, সাধারণ সম্পাদক হারুনার রশীদ বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা,প্রদীপ কুমার মোদক, সাংগঠনিক সম্পাদক রাজীব চৌধুরী,সহ- সাংগঠনিক সম্পাদক মো. শাহাজাহান,দপ্তর সম্পাদক আবু সালেহ মাসউদ,প্রচার সম্পাদক মোঃ আজিজুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ ইমরান হোসেন প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্য দেন এএসপি আশেক সূজা মামুন বলেন, সাংবাদিক হচ্ছে সমাজের দর্পন। তাই আপনারা সঠিক সংবাদ তুলে ধরবেন।তাছাড়া সমাজ বিদ্যমান মানব পাচারকারী,সন্ত্রাস,মাদক,চাঁদাবাজ,কিশোর গ্যাং সহ নানাবিধ অপরাধীর তথ্য তুলে ধরলেই এগুলি নির্মূল করা সহজ হবে।
কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মোঃ আশরাফুজ্জামান বলেন, কেশবপুর নিউজ ক্লাব একটি সামাজিক প্রতিষ্ঠান। এই কেশবপুর নিউজ ক্লাবের কোন সদস্য যদি অপরাধের সহিত জড়িত থাকে তাহলে কেশবপুর নিউজ ক্লাবের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। যা ইতিপূর্বে করা হয়েছে। আব্দুর রহমান (এম. এ. রহমান) নামক একজন ব্যক্তি কেশবপুর নিউজ ক্লাবের সদস্য ছিল। কিন্তু পরবর্তীতে তার বিরুদ্ধে মানব পাচার, চাঁদাবাজি সহ নানাবিধ অপরাধ মূলক কর্মকান্ডের সহিত জড়িত থাকার অভিযোগ আসতে থাকে। এরই কারনে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্তে প্রমানিত হয় যে আব্দুর রহমান (এম.এ. রহমান) মানব পাচার, চাঁদাবাজিসহ নানাবিধ অপকর্মের সাথে জড়িত। আর এরই প্রেক্ষিতে ২০১৮ খ্রি. তাকে রেজুলেশনের মাধ্যমে স্থায়ীভাবে কেশবপুর নিউজ ক্লাব থেকে বহিষ্কার করা হয়। এছাড়া কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মোঃ আশরাফুজ্জামান কেশবপুর নিউজ ক্লাবের সকল সাংবাদিককে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহ্বান জানান।