যশোরের বকচর করিম তেল পাম্প এলাকায় এক হৃদয়বিদারক ঘটনায় কৃষক শহিদুল ইসলামের দুই চোখ উপড়ে ফেলা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এই ভয়ংকর হামলার ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। গুরুতর আহত শহিদুল ইসলাম বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
শহিদুলের ছেলে জানান, তার খালাতো ভাই সাদ্দাম হোসেন—a একজন ট্রাকচালক ও মাদকাসক্ত—হঠাৎ করে তার বাবার ওপর নির্মমভাবে হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে চোখে আঘাত করে দৃষ্টিশক্তি কেড়ে নেয় এবং দ্রুত পালিয়ে যায়।
শহিদুলের মেয়ে মারুফা অভিযোগ করেন, প্রতিবেশী তৌহিদের সঙ্গে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ ছিল। তার দাবি, এই বিরোধের জের ধরেই তৌহিদের পরিকল্পনায় সাদ্দাম এ ভয়ংকর হামলা চালিয়েছে। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ঘটনায় পুলিশ ইতোমধ্যেই অভিযানে নেমেছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল। তিনি বলেন, "ঘটনার তদন্ত চলছে, খুব দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।"
এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে এ ধরনের নৃশংস হামলার পুনরাবৃত্তি না ঘটে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু,
www.jashorejournal.com
ই-মেইলঃ jashorejournal@gmail.com
ফোনঃ +8809696070391
কপিরাইট © যশোর জার্নাল, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত