শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
রিপোর্ট -মো: আবু নাঈম ভূঁঞা,ইতালিঃ
অত্যন্ত জাঁকজমকপূর্ণ আয়োজন আর উৎসবমুখর পরিবেশে ইতালির ভেনিসে এসিএস ভেনিস ক্লাব এর বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও নৈশভোজের আয়োজন করা হয়েছে।স্থানীয় একটু রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি মোশাররফ মোল্লার সভাপতিত্বে ও সহসাধারন সম্পাদক হিরু আকন এর পরিচালনায় ১ম পর্বে কেকে কেটে ক্লাবের ১ম বছর উদযাপন করা হয়। পরে সংগঠনের কার্যকরী কমিটির সদস্য ও স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে আলোচনা সভা শুরু হয়।
এ সময় উপস্থিত অতিথিবৃন্দ ভেনিসে বসবাসরত বাংলাদেশী যুবসমাজকে বিভিন্ন বাজে অভ্যাস থেকে বিরত রেখে খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।পাশাপাশি তারা এসি এস ভেনিস ক্লাবের সদস্যবৃন্দদেরকে ধন্যবাদ জানান।
এসিএস ভেনিস ক্লাব এর সভাপতি মোশাররফ মোল্লা জানান, নতুন প্রজন্ম ও যুব সমাজকে খেলাধুলা ও সমাজের ভাল কাজের দিকে ধাবিত করার লক্ষ্যে এসিএস ভেনিস ক্লাব কাজ করে যাচ্ছে এবং আগামী দিনেও ক্লাবের এই কাজ অব্যাহত থাকবে।এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসি এস ভেনিস ক্লাব এর সহ-সভাপতি মোহাম্মদ কামাল হোসেনসা,ধারণ সম্পাদক মোঃ আলী সালেহ,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হাসান,সহ সংগঠনিক সম্পাদক,মোঃ কাজী হাসান ইমাম,কোষাধ্যক্ষ সবুজ মন্ডল,
অফিসিয়াল স্পনসর ওয়াফা আগ্রিকল এর স্বত্বাধিকারী মোহাম্মদ মামুনুর রশিদ,ভেনিস ক্রিকেট ক্লাবের সভাপতি আলবের্তো মিজানী, বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাত হোসেন,মফিজ উদ্দিন, শরীফ মৃধা, শায়েখ আহমেদসহ ভেনিসের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা।পরিশেষে এক নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।