শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
কাজী ফেরদৌস হোসাইন,ইতালিঃ
ইতালির মিলান শহরের পারমা অঞ্চলে সোমাবার রাতে এ ঘটনাটি ঘটে। ইতালিতে পারমা অঞ্চলের একটি অভিবাসী আশ্রয়নকেন্দ্র থেকে এক বাংলাদেশি যুবকের গলা কেটে হত্যা করা লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ, নিহত ব্যাক্তির নাম ফজলে রাব্বির (২৪) বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রামনগর গ্রামে। প্রশাসন ও দেশটির স্বনামধন্য কুরিয়ার পত্রিকার মাধ্যমে জানা যায়, হত্যায় অভিযুক্ত ওই যুবক মাদারীপুর সদর উপজেলার কুনিয়া গ্রামের বাসিন্দা হোসেন মোহাম্মদ রাব্বি (২১)তিনি হক্ত্যার সাথে জড়িত এবং তিনি হত্যার দায় স্বীকার করেছেন।
পারমা শহরের অভিবাসী আশ্রয়কেন্দ্রের কর্মীরা সোমবার রাতে এক যুবকের রক্তাক্ত লাশ দেখতে পায় ।তখন তারা বিলম্ব না করে জরুরি সেবা নাম্বার ১১৮-তে ফোন করলে চিকিৎসক এসে ফজলে রাব্বিকে মৃত ঘোষণা করেন।
স্থানিয় পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত অপর বাংলাদেশি হোসেন মোহাম্মদ রাব্বিকে আটক করে । একই সময়ে ঘটনার দায় স্বীকার করলেও আদালতের মাধ্যমে হত্যাকারী রাব্বিকে কারাগারে পাঠায় স্থানীয় প্রশাসন। কি কারনে এই ঘটনার সুত্রপাত হয়েছে সেটা খতিয়ে দেখছেন স্থানীয় প্রশাসন।
এমন একটি মর্মান্তিক ঘটনায় আশ্রয়কেন্দ্রের পরিচালক মিকিয়েলে গুয়েররা স্থানীয় সাংবাদমাধ্যমকে বলেন, আমরা পুরোপুরি হতবাক হয়েছি, অভিবাসীদের এমন আচরণ আমাদের জন্য খুবই দুঃখজনক।