সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্কবৃদ্ধি, ভারত-পাকিস্তানের চেয়েও বেশি | যশোর জার্নাল অভয়নগরে ঈদ মেলায় ফুচকা খেয়ে অসুস্থতা: দোকানি গ্রেফতার | যশোর জার্নাল সাংবাদিক সাগর-রুনি হত্যা: বিচারের অপেক্ষায় এক যুগ | যশোর জার্নাল নরসিংদীতে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে হত্যা | যশোর জার্নাল যশোরে ঈদের দিন সংঘর্ষে যুবক নিহত, আহত চারজন | যশোর জার্নাল যশোরে যুবকের লাশ উদ্ধার: পাশে মোটরসাইকেল ও কাঠের টুকরা |যশোর জার্নাল যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার | যশোর জার্নাল সড়কে দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে ইফতার করলেন পুলিশ সুপার যশোর | যশোর জার্নাল যশোরে শিশু অপহরণের মূলহোতা আটক, মুক্তিপণের টাকা উদ্ধার | যশোর জার্নাল নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ উপহার দিলেন যশোর জেলা পুলিশ | যশোর জার্নাল

অ্যাম্বুলেন্সে যুবতীকে অপহরণের চেষ্টায় আদালতে মামলা | যশোর জার্নাল

স্টাফ রিপোর্টারঃ

যশোরে ঝিকরগাছায় অ্যাম্বুলেন্সে করে যেয়ে গলায় চাকু ধরে এক যুবতীকে অপহরণের চেষ্টার অভিযোগে আদালতে মামলা হয়েছে। মামলাটি করেছেন সাগরপুর গ্রামের রবিউল ইসলাম।

মামলার আসামিরা হলেন যশোর সদর উপজেলার হালসা গ্রামের তাইজেল ঢালীর ছেলে জাহিদুল ইসলাম, তার ভাই আসাদুল ইসলাম, বোন রত্মা খাতুন ও গালদা গ্রামের মিজানুর রহমানের ছেলে ফারুক হোসেন।

অভিযোগ আমলে নিয়ে বিচারক এ বিষয়ে তদন্ত করে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলায় বাদী উল্লেখ করেন, তার মেয়ে রুপমা খাতুনকে দীর্ঘদিন ধরে বিরক্ত করে আসছিলেন জাহিদুল ইসলাম। এর আগে একবার অপহরণও করে নিয়ে যায় তার মেয়েকে। এ ঘটনায় মামলা করা হয়। পরে মেয়েকে উদ্ধার করে পুলিশ।

এরমাঝে গত ১৩ ফেব্রুয়ারি সকালে সাইকেলে করে বাদী তার মেয়েকে প্রাইভেট পড়াতে নিয়ে যাচ্ছিলেন। সাগরপুর মাঠের পাশে পৌঁছালে আসামিরা একটি অ্যাম্বুলেন্সে সেখানে উপস্থিত হয়ে তাদেরকে থামায়। এরপর জাহিদুল ও আসাদুল বাদীর গলায় চাকু ধরে মেয়েকে অ্যাম্বুলেন্সে উঠানোর চেষ্টা করে। মেয়ে বাধা দিলে আসামিরা তাকে মারপিট করে। পাশে থাকা রাসেল নামের এক যুবক তাদেরকে বাঁচাতে গেলে তাকে ছুরিকাঘাত করে। ফের মেয়েকে গাড়িতে উঠানোর চেষ্টা করলে মেয়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে আসামিরা মেয়েকে অ্যাম্বুলেন্স থেকে ফেলে চলে যায়। বাধ্য হয়ে বাদী আদালতে এ মামলা করেন।

এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী মীর ফিরোজ হাসান বলেন, গত সপ্তাহে মামলা করার পর আসামিরা আরও ক্ষিপ্ত হয়ে উঠেছেন। বিভিন্ন মাধ্যম দিয়ে হত্যাসহ নানা ধরনের ভয়ভীতি দেয়া হচ্ছে। বাদী পরিবার বর্তমানে নিরাপত্তহীনতায় ভুগছেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত